সাস্সুয়োলোর বিপক্ষে গোল পাবে রোনালদো: প্রত্যাশা আল্লেগ্রির

সাস্সুয়োলোর বিপক্ষে সেরি আর ম্যাচ দিয়ে ইউভেন্তুসে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলখরা কাটবে বলে বিশ্বাস মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির। পর্তুগিজ এই ফরোয়ার্ড ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবে বলেও মনে করেন ইতালিয়ান ক্লাবটির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2018, 02:02 PM
Updated : 15 Sept 2018, 02:11 PM

ইতালির শীর্ষ লিগে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নিজেদের মাঠে সাস্সুয়োলোর মুখোমুখি হবে আল্লেগ্রির দল।

রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছরের ক্যারিয়ারে ইতি টেনে জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে পাড়ি জমান রোনালদো। নতুন ঠিকানায় শুরুটা প্রত্যাশিত হয়নি তার। সেরি আয় এখন পর্যন্ত তিন ম্যাচে ২৩ বার গোলের লক্ষ্যে শট নিয়েও জালের দেখা পাননি এই ফরোয়ার্ড।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার গোলের লক্ষ্যে শট নিয়ে জালের দেখা পাননি রোনালদো। তবে আল্লেগ্রির বিশ্বাস, সাস্সুয়োলোর বিপক্ষে নিজেকে ফিরে পাবে ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। 

"ক্রিস্তিয়ানো ভালো পরিশ্রম করেছে। আমি মনে করি, রোববার তার দিন হতে পারে।"

রোনালদোর ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে ইতালিয়ান কোচ বলেন, "আমার বিশ্বাস, ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ক্রিস্তিয়ানোর প্রাপ্য। মদ্রিচ যদিও অসাধারণ একটা বছর কাটিয়েছে।"

ইউভেন্তুস ফরোয়ার্ডদের মধ্যে কেবল রোনালদোই গোল খরায় ভুগছেন না। এবারের মৌসুমে এখনও জ্বলে উঠতে পারেননি পাওলো দিবালা। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে করতে পারেননি গোল, সতীর্থদের গোলে অবদানও ছিল না তার।