যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচের সমালোচনায় রিয়াল কোচ

যুক্তরাষ্ট্রে লা লিগার একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনার সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদের কোচ হুলেন লোপেতেগি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2018, 09:45 AM
Updated : 15 Sept 2018, 09:45 AM

বৃহস্পতিবার বার্সেলোনা, জিরোনা ও লা লিগা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে কাতালান ক্লাব দুটির একটি ম্যাচ আয়োজনের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অনুমতি চায়।

২৬ জানুয়ারি বার্সেলোনার বিপক্ষে জিরোনার ‘হোম’ ম্যাচটি মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

এতে প্রতিযোগিতাটিতে সাম্য থাকবে না উল্লেখ করে লোপেতেগি বলেন, “আমি এটা ঘটানোর পক্ষে নই।… সব দলেরই একই স্টেডিয়ামে খেলা উচিত।”

এই ম্যাচ আয়োজনের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন ছাড়াও ইউএস সকার ফেডারেশন, উয়েফা ও উত্তর আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ-এর অনুমতি লাগবে।

গত অগাস্টে মার্কিন প্রতিষ্ঠান রেলেভেন্টের সঙ্গে ১৫ বছর মেয়াদী একটি চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে যুক্তরাষ্ট্রে একটি লিগ ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা জানায় লা লিগা কর্তৃপক্ষ।