‘মেসি না জিতলে মদ্রিচ’

এই মৌসুমে লিওনেল মেসির জিততে না পারা যে কোনো ব্যক্তিগত পুরস্কার লুকা মদ্রিচের হাতে ওঠা উচিত বলে মনে করছেন বার্সেলোনার মিডফিল্ডার ইভান রাকিতিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2018, 09:44 AM
Updated : 14 Sept 2018, 09:48 AM

ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় অবদান রেখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতা মদ্রিচ এরই মধ্যে পেয়েছেন এ বছরের উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতে আছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার।

ফিফার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি মেসি। মদ্রিচের অন্য দুই প্রতিদ্বন্দ্বী হলেন ইউভেন্তুসের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো ও লিভারপুলের মোহামেদ সালাহ।

স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে রাকিতিচ জানান, পুরস্কারটি মদ্রিচেরই প্রাপ্য।

“যদি লিওনেল মেসি কোনো ব্যক্তিগত পুরস্কার জিততে না পারে, তবে কোনো সন্দেহ নেই যে এই মৌসুমে সেটা লুকা মদ্রিচের পাওয়া উচিত।”

“আমি বিস্মিত হব না যদি সে অনেক বেশি ভোটে জয়ী হয়। এই বছর তার এবং আমি তার জন্য সত্যি খুশি।”

“মেসি যদি সেরা না হয়, তবে তা মদ্রিচই হবে।”

ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলতে অবদান রাখার পাশাপাশি নিজ ক্লাব রিয়াল মাদ্রিদকে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেন মদ্রিচ।