ডে ব্রুইনে বিক্রির জন্য নয়: গুয়ার্দিওলা

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে বিক্রির জন্য নয় বলে জানিয়েছেন পেপ গুয়ার্দিওলা। কোচের দৃষ্টিতে, বেলজিয়ামের এই খেলোয়াড় এক 'বিস্ময় বালক'।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2018, 08:45 AM
Updated : 14 Sept 2018, 08:45 AM

গুয়ার্দিওলার অধীনে গত মৌসুমে রেকর্ড ১৯ পয়েন্টের ব্যবধানে সিটির ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে বড় অবদান ছিল ডে ব্রুইনের। কিন্তু চলতি মৌসুমে ২৭ বছর বয়সী এই খেলোয়াড়কে এখনও পায়নি সিটি। হাঁটুর চোটের কারণে তাকে মাঠের বাইরে থাকতে হবে নভেম্বর পর্যন্ত। 

চলতি বছরের শুরুর দিকে সিটির সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেন ডে ব্রুইনে। তারকা এই খেলোয়াড়কে কেউ দলে টানতে চাইলে ট্রান্সফার ফিতে বিশ্ব রেকর্ড গড়তে হতে পারে বলে মনে করেন গুয়ার্দিওলা। 

ডে ব্রুইনে প্রসঙ্গে কাতালান এই কোচ বলেন, "সে খুবই ভালো। খুব উদ্যমী একজন খেলোয়াড়।"

"সে অবিশ্বাস্য একজন বালক। তার বাইআউট ক্লজ ২৫ কোটি ইউরো। আমি দুঃখিত, সে বিক্রির জন্য নয়।"