সমালোচনায় পরিণত হবে নেইমার: আলভেস

বিশ্বকাপে সমালোচিত হওয়াটা নেইমারকে আরও পরিণত হতে এবং তার আচরণ পরিবর্তনে সহায়তা করবে বলে মনে করেন ব্রাজিল জাতীয় দল ও ক্লাব পিএসজিতে তার সতীর্থ দানি আলভেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2018, 08:28 AM
Updated : 14 Sept 2018, 08:28 AM

রাশিয়া বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেননি নেইমার। ফাউলের শিকার হয়ে রেফারিদের সহানুভূতি পেতে নাটুকেপনা করায় পড়েন সমালোচনার মুখে। টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

এসব সমালোচনা নেইমারের জন্য শিক্ষণীয় হতে পারে বলে বিশ্বাস ৩৫ বছর বয়সী ডিফেন্ডার আলভেসের।

"জীবনে, কখনও কখনও এমন কিছু ঘটে যা আপনাকে পরিণত করে। আপনাকে উপলব্ধি করায় যে, পেশাদার হিসেবে আপনাকে উন্নতি করতে হবে।"

"নেইমারের সাথে আমি অনেক কথা বলেছি। আমার মনে হয়, সে অভিজ্ঞতা অর্জন করেছে। বিশ্বকাপ চলার সময়ে তার সমালোচনা তাকে আরও বেশি পরিণত করবে, আচরণ পরিবর্তনে সহায়তা করবে।"  

"আমি তাকে বলেছি, একজন-দুজন নয়, সবাই তোমাকে একই ব্যাপারে বললে বুঝতে হবে কোনো সমস্যা আছে।"