ক্যারিয়ারের শেষ বেলায় বার্সায় ফেরার ইচ্ছা গুয়ার্দিওলার

ঠিক যেখানে শুরু করেছিলেন, সেই বার্সেলোনার যুব দলের দায়িত্বে থেকেই কোচিং ক্যারিয়ারের ইতি টানতে চান ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2018, 01:14 PM
Updated : 13 Sept 2018, 01:14 PM

২০০৭ সালে বার্সেলোনার যুব দলের দায়িত্ব পান গুয়ার্দিওলা। এক বছর পর মূল দলের কোচ করা হয় তাকে। গত তিন মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির দায়িত্বে আছেন ৪৭ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।

এক সাক্ষাৎকারে গুয়ার্দিওলা বলেন, “যেখানে শুরু করেছিলাম, সেখানেই আমি শেষ করব। আমার শেষ কাজ হবে যুব দলের সঙ্গে। আশা করি, এটা বার্সেলোনায় হবে।”

বার্সেলোনার মূল দলের দায়িত্বে ফেরার সম্ভাবনা আগেই নাকচ করেছেন গুয়ার্দিওলা। কাম্প নউয়ে কাটানো চার মৌসুমে তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি ক্লাব বিশ্বকাপ জিতেন তিনি।

এ বছরের মে মাসে সিটির সঙ্গে দুই বছর চুক্তি বাড়ান গুয়ার্দিওলা। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে তার অধীনে শিরোপা জেতার পাশাপাশি ১০০ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়ে সিটি।