পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2018 09:35 PM BdST Updated: 12 Sep 2018 11:57 PM BdST
প্রথমার্ধে ভারতকে আটকে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে পারেনি পাকিস্তান। মানভির সিংয়ের নৈপুণ্যে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে পাকিস্তানকে ৩-১ গোলে হারায় ভারত। দলের জয়ে মানভির দুটি ও সুমিত পাস্সি একটি করে গোল করেন।
মুকুট ধরে রাখার লড়াইয়ে আগামী শনিবার ভারত মুখোমুখি হবে প্রথম সেমি-ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারানো মালদ্বীপের।
গোলশূন্য প্রথমার্ধের শুরুর দিকে আক্রমণে এগিয়ে ছিল সাফের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন ভারত। তবে পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট ছিলেন দেয়াল হয়ে। একাদশ মিনিটে ভিনিত রায়ের জোরালো শট ফেরান বাট।
১৯তম মিনিটে ফারুক হাজীর কাটব্যাকে মানভিরের শট ফেরানোর একটু পর বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা আশিক কুরুনিয়ানের শট ফিস্ট করে ফিরিয়ে আবারও দলের ত্রাতা বাট।
৩৬তম মিনিটে সতীর্থের বাড়ানো ব্যাক পাস বিশাল কাইথ ধরলে ইনডিরেক্ট ফ্রি কিক পায় পাকিস্তান। তবে ফ্রি কিক থেকে সুফল পায়নি দলটি। একটু পর মোহাম্মদ রিয়াজের শট ফিরিয়ে ভারতকে ম্যাচে রাখেন গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ভারত। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা আশিকের বাড়ানো বল নিখুঁত প্লেসিং শটে কাছের পোস্ট দিয়ে জালে পৌঁছে দেন মানভির।
৬৯তম মিনিটে ব্যধবান দ্বিগুণ করে নেয় ভারত। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা লাল্লিয়ানজুয়ালা চাঙতে বল বাড়ান বিনিতকে। এরপর বিনিতের বাড়ানো বল ডান পায়ের জোরালো শটে লক্ষে পৌঁছে দেন মানভির।
৮৪তম পাকিস্তানের কফিনে তৃতীয় পেরেকটি ঠুকে দেন সুমিত পাস্সি। বাঁ দিক থেকে আশিকুরের বাড়ানো ক্রস হেড করে জালে জড়িয়ে দেন ৮২তম মিনিটে বদলি নামা এই ফরোয়ার্ড।
একটু পর বল নিয়ন্ত্রণের লড়াইয়ে বশির ফাউল করেন লাল্লিয়ানজুয়ালাকে। তিনি আবার থাবা মারেন বশিরকে। দুই পক্ষের উত্তেজনার মধ্যে মহসিন আলি গিয়ে ধাক্কা দেন লাল্লিয়ানজুয়ালাকে। রেফারি মহসিন ও লাল্লিয়ানজুয়ালাকে লালকার্ড দেখান।
৮৭তম মিনিটে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে সান্ত্বনাসূচক গোলটি করেন বশির।
এ নিয়ে ১১ বার সাফের ফাইনালে উঠল ভারত। প্রথমবারের মতো শিরোপা লড়াইয়ের মঞ্চে ওঠা হলো না পাকিস্তানের।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল