স্বপ্ন সত্যি হয়েছে: রিশার্লিসন

জাতীয় দলে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়ে গোল করতে পারায় 'স্বপ্ন সত্যি হয়েছে' ব্রাজিলের রিশার্লিসনের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 09:42 AM
Updated : 12 Sept 2018, 09:42 AM

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে বাংলাদেশ সময় বুধবার সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এল সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রিশার্লিসন করেন জোড়া গোল, একবার করে জালে বল পাঠান নেইমার, ফিলিপে কৌতিনিয়ো ও মার্কিনিয়োস।

গত শনিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের হয়ে অভিষেক হয় রিশার্লিসনের। সেই ম্যাচে বদলি নেমে ছিলেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড। এল সালভাদরের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়ে এভারটনের এই খেলোয়াড় নিজেকে মেলে ধরলেন দারুণভাবে।

"সত্যি আমি খুব খুশি। একটা স্বপ্ন সত্যি হয়েছে... আমার প্রথম গোল। আমি আরও বেশি কিছু করার আশা করি।"

ম্যাচের দ্বিতীয় মিনিটে রিশার্লিসন প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন অধিনায়ক নেইমার। ম্যাচের ষোড়শ মিনিটে নেইমারের পাস ডি-বক্সে পেয়ে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন রিশার্লিসন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় ও দলীয় চতুর্থ গোলটি করেন তিনি।

জাতীয় দলে খেলা প্রসঙ্গে রিশার্লিসন বলেন, "চাপ, দায়িত্ব- বড় ক্লাবে খেলায় আমি অভ্যস্ত।" 

"আমি উভয় গোল নিয়েই খুব খুশি। আমি সুযোগ কাজে লাগাতে সক্ষম ছিলাম।"