সুইসদের হারিয়ে জয়ের পথে ইংল্যান্ড

টানা তিন হারের পর জয়ের পথে ফিরেছে ইংল্যান্ড। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে একমাত্র গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2018, 09:07 PM
Updated : 11 Sept 2018, 10:07 PM

লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইংলিশদের জয়সূচক গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড।

নিজেদের ভুলে ম্যাচের শুরুতেই গোল খেতে বসেছিল ইংল্যান্ড। গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড ছোট করে বাড়িয়েছিলেন জেমস টার্কাওস্কিকে। এই ডিফেন্ডার বল হারালে সতীর্থের পা ঘুরে পেয়ে যান জের্দান সাচিরি। লিভারপুল মিডফিল্ডারের ২০ গজ দূর থেকে নেওয়া শট পোস্টে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে কাঙ্ক্ষিত জয়সূচক গোলটি পায় ইংল্যান্ড। ডান দিক থেকে কাইল ওয়াকারের ক্রস দূরের পোস্টে পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন অরক্ষিত র্যাশফোর্ড। গত শনিবার উয়েফা নেশন্স লিগে স্পেনের কাছে ২-১ ব্যবধানে হারের ম্যাচেও দলের একমাত্র গোলটি করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।

রাশিয়া বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সে সেমি-ফাইনালে ওঠা ইংল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায়। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারে বেলজিয়ামের কাছে।

আর গত শনিবার উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে হারে ২-১ গোলে। অবশেষে মিলল জয়ের দেখা।