মার্সেলোর জেল-জরিমানার শাস্তি

কর ফাঁকি দেওয়ার কথা স্বীকার করেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো। একই সঙ্গে চার মাসের স্থগিত কারাদন্ডের শাস্তিও ব্রাজিলিয়ান এই ফুটবলার মেনে নিয়েছেন বলে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2018, 02:25 PM
Updated : 11 Sept 2018, 02:25 PM

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ৪ লাখ ৯০ হাজার ইউরো কর ফাঁকি দেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

স্থগিত কারাদণ্ডের পাশাপাশি এজন্য তাকে ৭ লাখ ৫০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। এল মুন্দো ও ইএফই তাদের প্রতিবেদনে জানিয়েছে, কর ফাঁকি দেওয়ার কথা স্বীকার করেছেন মার্সেলো এবং কারাদন্ড ও জরিমানার শাস্তি মেনে নিয়েছেন তিনি।

স্পেনে সহিংস অপরাধ না করলে প্রথম অপরাধের জন্য দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না। জরিমানা দিয়ে এ ধরনের কারাবাস এড়ানো যায়।

এর আগে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমারসহ আরও অনেক খেলোয়াড়ই স্পেনে কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।