'রোনালদোবিহীন রিয়ালের আরও কাছে আতলেতিকো'

ক্রিস্তিয়ানো রোনালদো চলে যাওয়ার পর শক্তির দিক থেকে রিয়াল মাদ্রিদের আরও কাছে আতলেতিকো মাদ্রিদ চলে এসেছে বলে মনে করেন দলটির কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2018, 11:25 AM
Updated : 11 Sept 2018, 11:25 AM

চ্যাম্পিয়ন্স লিগে গত তিন মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় অবদান ছিল রোনালদোর। গত মৌসুমেও দলটির ইউরোপ সেরার হওয়ার পথে ১৫টি গোল করেন পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড। ক্লাবটিতে নয় বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে পাড়ি জমান রোনালদো।

গত মৌসুমে পয়েন্ট টেবিলে রিয়ালের উপরে থেকে লা লিগা শেষ করেছিল আতলেতিকো। আর অগাস্টে উয়েফা সুপার কাপে নগর প্রতিদ্বন্দ্বীদের হারায় সিমেওনের দল। সার্বিক বিবেচনায় স্পেনের সবচেয়ে সফল ক্লাবের সঙ্গে আতলেতিকোর ব্যবধান কমে এসেছে বলে বিশ্বাস সিমেওনের।

"ফলের দিক থেকে আমরা মাদ্রিদ বা বার্সার চেয়ে খুব খারাপ নই। আমাদের খেলোয়াড়দের ব্যক্তিগত যোগ্যতার দিক থেকেও বিষয়টা তাই।"

"ক্রিস্তিয়ানোকে ছাড়া রিয়াল মাদ্রিদের পর্যায়ে আমরা নিশ্চিতভাবে চলে এসেছি।"