দ্রুতই কোচিংয়ে ফিরছেন জিদান

দ্রুতই কোচিংয়ে ফিরতে চান বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2018, 05:54 AM
Updated : 10 Sept 2018, 05:54 AM

সংবাদ মাধ্যমে খবর, ফরাসি এই কোচকে পেতে আগ্রহী ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমান কোচ জোসে মরিনিয়োর অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এ পর্যন্ত চার ম্যাচের দুটিতেই হেরেছে ইউনাইটেড।

এ বছরের মে মাসে রিয়ালকে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর দলটির দায়িত্ব ছাড়েন জিদান। গুঞ্জন রয়েছে, এরপর থেকেই তাকে পাওয়ার চেষ্টা করছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে স্পেনের সরকারি টেলিভিশনকে জিদান বলেন, “আমি নিশ্চিত যে খুব দ্রুতই আমি আবারও কোচিং করাব।”

“এটাই আমার পছন্দের কাজ। আর সারা জীবন আমি এটাই করেছি।”

২০১৬ সালে রাফায়েল বেনিতেসের উত্তরসূরি হিসেবে যোগ দেওয়ার পর থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে ৪৬ বছর বয়সী জিদানের সময়টা কেটেছে দারুণ। তার অধীনে প্রথম ক্লাব হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে প্রথম কোচ হিসেবে টানা তিনবার ইউরোপ সেরা হওয়ার অনন্য কীর্তি গড়েন জিদানও। আড়াই মৌসুমে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও লা লিগা, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপসহ ক্লাবকে মোট ৯টি শিরোপা জেতান এই কোচ।