‘নেতৃত্ব নেইমারকে দায়িত্বশীল করবে’

ব্রাজিলের সাবেক মিডফিল্ডার জিলবার্তো সিলভা মনে করছেন, জাতীয় দলের নেতৃত্ব নেইমারকে দায়িত্বশীল করবে। তারকা এই ফরোয়ার্ডের অনেক উন্নতির সুযোগ দেখছেন সিলভা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2018, 05:22 AM
Updated : 10 Sept 2018, 05:40 AM

বারবার অধিনায়ক বদলের চিন্তা থেকে বেরিয়ে এসে কদিন আগে নেইমারকে স্থায়ী অধিনায়ক করেন ব্রাজিলের কোচ তিতে। বাংলাদেশ সময় শনিবার সকালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে অধিনায়ক হিসেবে শুরুটা দারুণ হয় নেইমারের। পিএসজি ফরোয়ার্ড ও রবের্তো ফিরমিনোর গোলে ২-০ ব্যবধানে জয় পায় তিতের দল।

ব্রাজিলের সাবেক অধিনায়ক সিলভা মনে করেন, অধিনায়কত্ব নেইমারকে আরও বিকশিত হওয়ার সুযোগ করে দেবে।

“অধিনায়কত্বটা তার কাছে ব্যক্তিগত উন্নয়নের জন্য একটা ইতিবাচক দায়িত্ব বুঝে নেওয়া।”

“সমালোচনাকে পাশে রেখে তার মনোযোগ ধরে রাখাটা জরুরি। উন্নতির বিচারে এখনও তার অনেক কিছু করার আছে।”

মঙ্গলবার ম্যারিল্যান্ডে এল সালভাদরের বিপক্ষে নেইমারের নেতৃত্বে মাঠে নামবে ব্রাজিল।