ইউএস ওপেন জিতলেন জোকোভিচ

আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারিয়ে ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2018, 04:35 AM
Updated : 10 Sept 2018, 04:35 AM

ফাইনালে ৩১ বছর বয়সী জোকোভিচের বিপক্ষে খুব বেশি প্রতিরোধ গড়তে পারেননি ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলতে নামা  পোত্রো। ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে জয় পেয়েছেন জোকোভিচ।

ক্যারিয়ারে তৃতীয়বারের মতো একই বছরে উইম্বলডন ও ইউএস ওপেন জিতলেন জোকোভিচ। জুলাইয়ে উইম্বলডন জয়ের পর ইউএস ওপেন জিতে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী পিট সাম্প্রাসের পাশে বসলেন এই সার্বিয়ান তারকা। এদের চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন শুধু রজার ফেদেরার (২০) ও রাফায়েল নাদাল (১৭)।