জর্জিনিয়োর গোলে রক্ষা ইতালির

আন্তর্জাতিক ফুটবলে বড্ড খারাপ সময়ের মধ্য দিয়ে পথচলা ইতালি আরেকটি হারের শঙ্কায় পড়েছিল। তবে শেষ দিকে জর্জিনিয়োর গোলে পোল্যান্ডের সঙ্গে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছেড়েছে রবের্তো মানচিনির দল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2018, 08:41 PM
Updated : 7 Sept 2018, 09:24 PM

উয়েফা নেশন্স লিগে বোলোনিয়ায় শুক্রবার রাতে ‘এ’ লিগের গ্রুপ-৩ এর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল ইতালি। তবে প্রথমার্ধে আক্রমণে আধিপত্য ছিল পোল্যান্ডের। ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগটিও পায় তারা; কিন্তু রবের্ত লেভানদফস্কির পাস পেয়ে পিওতর জেলিনস্কির নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

ইতালি প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ৩৬তম মিনিটে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ইউভেন্তুসের ফরোয়ার্ড ফেদেরিকো বের্নারদেস্কির জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। চার বছর পর জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে নামা মারিও বালোতেল্লি ৩৬তম মিনিটে প্রথম শট নেন, যা লক্ষ্যের ধারেকাছেও ছিল না।

৪০তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় অতিথিরা। প্রতিপক্ষের ভুলে লেভানদফস্কি বল পেয়ে বাঁ-দিক থেকে দারুণ এক ক্রস বাড়ান, ডি-বক্সের মাঝ বরাবর ফাঁকায় বল পেয়ে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন নাপোলির মিডফিল্ডার জেলিনস্কি।

এই নিয়ে শেষ ছয় ম্যাচের সবকটিতে কমপক্ষে একটি করে গোল খেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগের পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতেছে তারা; দুটি করে হার ও ড্র।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে ছয় গজ বক্সের মধ্যে থেকে লেভানদফস্কির ভলি ক্রসবারের উপর দিয়ে চলে যায়। খানিক পর বের্নারদেস্কির আরেকটি দূরপাল্লার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৭৮তম মিনিটে অবশেষে স্পট কিকে সমর্থকদের মুখে হাসি ফোঁটান চেলসির মিডফিল্ডার জর্জিনিয়ো। কিছুক্ষণ আগে বদলি নামা ফিওরেন্তিনার ফরোয়ার্ড ফেদেরিকো কিয়েজা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় ইতালি।

ব্রাজিলে জন্ম নেওয়া জর্জিনিয়োর ইতালির হয়ে আন্তর্জাতিক ফুটবলে এটা প্রথম গোল।

বাকি সময়ে দুদলের কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। টানা দ্বিতীয় ও এ বছরে মোট তৃতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

‘সি’ লিগের গ্রুপ-৪ এ লিথুয়ানিয়ার মাঠে ১-০ গোলে জিতেছে সার্বিয়া। রোমানিয়া ও মন্টেনেগ্রোর মধ্যে গ্রুপের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বিশ্বকাপে চমক দেখানো রাশিয়া দারুণ জয়ে শুরু করেছে। ‘বি’ লিগের গ্রুপ-২ এ তুরস্কের মাঠে ২-১ গোলে জিতেছে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলা দলটি।