গ্র্যান্ডমাস্টার্স দাবায় শীর্ষস্থান ধরে রেখেছেন ফাহাদ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2018 09:55 PM BdST Updated: 07 Sep 2018 09:55 PM BdST
গ্র্যান্ডমাস্টার্স দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে ড্র করে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের অডিটোরিয়ামে শুক্রবার ভারতের ইন্টারন্যাশনাল মাস্টার বালা চান্দ্রার সঙ্গে ড্র করেন ফাহাদ। ফিদে মাস্টার তৈয়বুর রহমানকে হারান ভারতের নীলেশ সাহা।
৬ করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ফাহাদ শীর্ষে, বালা দ্বিতীয় এবং নীলেশ তৃতীয় স্থানে রয়েছেন।
দুই গ্র্যান্ডমাস্টারের লড়াইয়ে ভারতের ললিত বাবুর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছেন বাংলাদেশের জিয়াউর রহমান। সাড়ে ৫ পয়েন্ট নিয়ে জিয়া চতুর্থ এবং ৫ পয়েন্ট নিয়ে ললিত টাইব্রেকিং পদ্ধতিতে ষষ্ঠ স্থানে আছেন।
এছাড়া ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ইন্টারন্যাশনাল মহিলা মাস্টার সাহেলী বড়ুয়াকে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া হারিয়েছেন।
ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল নিউ নেশন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাসের বিপক্ষে জিতেছেন। ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন ড্র করেছেন অনত চৌধুরীর সঙ্গে।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)