রোনালদো আমাকে অভিনন্দন জানিয়েছে: মদ্রিচ
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2018 01:52 PM BdST Updated: 07 Sep 2018 01:52 PM BdST
উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচকে অভিনন্দন জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
গত মাসের শেষ দিকে সাবেক ক্লাব সতীর্থ রোনালদো ও লিভারপুলের মোহামেদ সালাহকে পেছনে ফেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলার হন ৩২ বছর বয়সী মদ্রিচ।
বৃহস্পতিবার পর্তুগালের সঙ্গে এক প্রীতি ম্যাচের পর ক্রোয়েশিয়ার অধিনায়ক সাংবাদিকদের জানান, অভিনন্দন জানানোর পাশাপাশি পুরস্কারটি তার প্রাপ্য বলেও এক বার্তায় উল্লেখ করেন ইউভেন্তুস তারকা।
“আরেকটা বড় পুরস্কারের (ফিফা বর্ষসেরা খেলোয়াড়) ফাইনালে থাকতে পেরে আমি খুশি। কি ঘটে আমরা দেখব।”
“ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক আছে। ভবিষ্যতেও আমাদের সম্পর্ক ভালো থাকবে। ব্যক্তিগত পুরস্কার গুরুত্বপূর্ণ কিন্তু তা নিয়ে আমি আচ্ছন্ন নই।”
“ক্রিস্তিয়ানো আমাকে একটা বার্তা পাঠিয়েছিল। আমাকে অভিনন্দন জানিয়েছিল এবং বলেছিল যে, সে আমার জন্য খুশি। তার মতে এটা আমার প্রাপ্য ছিল।”
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- পদ্মা সেতু: এক নজরে
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট