জাতীয় দলে মেসির ভবিষ্যৎ অজানা আর্জেন্টিনা কোচের

লিওনেল মেসি ভবিষ্যতে আর্জেন্টিনার হয়ে আর মাঠে নামবেন কিনা তা জানেন না দলটির অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2018, 07:07 AM
Updated : 7 Sept 2018, 07:07 AM

গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের দলে নেই ৩১ বছর বয়সী মেসি। এ বছর আর্জেন্টিনার অন্য ম্যাচগুলোতেও বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা নেই বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।

রাশিয়া বিশ্বকাপে মেসির অধিনায়কত্বে কোনোমতে গ্রুপ পর্ব পার করার পর শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হেরে থামে আর্জেন্টিনার যাত্রা। সংবাদ মাধ্যমের দাবি, এরপর থেকেই জাতীয় দলে নিজের অবস্থান নিয়ে ভাবতে শুরু করেন মেসি।

গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের ভবিষ্যৎ প্রশ্নে স্কালোনি বলেন, “আমরা এরই মধ্যে এটা নিয়ে কথা বলেছি।”

“আমি মনে করি, এটা পরিস্কার। আমরা তার সঙ্গে কথা বলেছি এবং পরের দল ঘোষণার সময় আমরা দেখব, সে ফিরে আসে কিনা।”

“আমি মনে করি না, একটা ম্যাচের ঠিক আগের দিন তার সম্পর্কে কথা বলাটা যৌক্তিক। আমি নিশ্চিত যে ভবিষ্যতে কি ঘটে তা আমরা দেখব।”