ভুটানকে হারিয়ে টিকে থাকল নেপাল

ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল নেপাল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2018, 12:19 PM
Updated : 6 Sept 2018, 03:14 PM

‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে জিতেছে বালগোপাল মহারাজনের দল।

দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নেপালের। দুই হারে ভুটানের গ্রুপ পর্ব পেরুনোর সম্ভবনা অনেকটাই কমে গেলো। গ্রুপের শেষ রাউন্ডে আগামী শনিবার ভুটান-পাকিস্তান ও বাংলাদেশ-নেপাল মুখোমুখি হবে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকে ভুটানের রক্ষণে চাপ দিতে থাকে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে আসা নেপাল। চতুর্দশ মিনিটে গোল মুখে থাকা অঞ্জন বিস্তা হেড নিতে পারেননি; এরপর সুনিলের শট পোস্টের বাইরে যায়। অষ্টাদশ মিনিটে আদিত্য চৌধূরীর ফ্রি-কিকও লক্ষ্যে থাকেনি।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারা ভুটান প্রথম আক্রমণে যায় ১৯তম মিনিটে। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে পা ছোঁয়ানোর কাজটুকু করতে পারেননি চেনচো গাইয়েলতসেন। পরের মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় নেপাল। সুনিলের কর্নারে অনন্ত তামাংয়ের হেড ঠিকানা খুঁজে পায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়িয়ে নিতে পারত নেপাল। সুনিলের কর্নারে অঞ্জন হেড করার পর দূরের পোস্টে থাকা অনন্ত টোকা দিতে ব্যর্থ হন। ৬৪তম মিনিটে চেনেচোর ক্রস থেকে পাওয়া বল তিসেন্দা দর্জি প্লেসিং শটে জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি; ম্যাচে ফেরা হয়নি ভুটানেরও।

৬৯তম মিনিটে নিরঞ্জন খাদকাকে ডি-বক্সের মধ্যে তিসেন্দা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রেফারির সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণ করে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ভুটানের এই ফরোয়ার্ড। বিমল ঘারতি মাগারের স্পট কিক ফেরালেও দৌড়ে গিয়ে সুনিলের নেওয়া ফিরতি শট আটকাতে পারেননি গোলরক্ষক।

৭৮তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ভারত খাওয়াস কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন। শেষ দিকে সুনিলের কর্নারে নিরঞ্জনের হেড জালে জড়ালে নেপালের জয় নিশ্চিত হয়ে যায়।