শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা শিরোপাধারী ভারতের

শুরুতে গোছালো ফুটবল খেললেও পরে ছন্দ হারানো শ্রীলঙ্কা পেরে ওঠেনি ভারতের সঙ্গে। স্বস্তির জয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার মিশন শুরু করেছে প্রতিযোগিতাটির সফলতম দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2018, 03:09 PM
Updated : 5 Sept 2018, 03:13 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারায় সাফের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন ভারত।

শুরুর দিকে ভারতকে আটকে রাখতে পেরেছিল শ্রীলঙ্কা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একটু একটু করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩৪তম মিনিটে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ভারত। সুমিত পাস্সির থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন আশিক কুরুনিয়ান।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে তারা। বাঁ দিক থেকে লাল্লিয়ানজুয়ালা চাঙ্গতের ক্রস দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়। শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও ব্যবধান বাড়াতে পারেনি ভারত।

এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ভারত। আগামী রোববার গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে তারা। তার আগে শুক্রবার মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপ।