বার্সেলোনা থেকে অবসর নিতে চান সুয়ারেস

ক্যারিয়ারের শেষ পর্যন্ত বার্সেলোনায় খেলার ইচ্ছে প্রকাশ করেছেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2018, 10:13 AM
Updated : 5 Sept 2018, 10:13 AM

লিভারপুল থেকে ২০১৪ সালে বার্সেলোনায় নাম লেখান সুয়ারেস। এরপর ধীরে ধীরে কাম্প নউয়ে নিজেকে অপরিহার্য করে তোলেন তিনি।

২০১৪ বিশ্বকাপে জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়ে ৯টি আন্তর্জাতিক ম্যাচ এবং ফুটবলের সবধরণের কর্মকাণ্ড থেকে চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেস। ওই সময় বার্সেলোনা তার ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“আমি এমন একটা ক্লাবে আছি, যেখানে আমি সবসময় থাকতে চাই। ২০১৪ বিশ্বকাপে যা ঘটেছিল তারপরও তারা আমার উপর বিশ্বাস রেখেছিল।”

“তারা যেভাবে আমাকে মূল্যায়ন করেছে সেজন্য আমি ক্লাবটির কাছে ঋণী। আমি আমার সবকিছু দেওয়ার চেষ্টা করব। বার্সেলোনাতে অবসর নেওয়াটা জটিল বিষয়। চাভি ও ইনিয়েস্তার মতো খেলোয়াড়রা পর্যন্ত এটা পারেননি।”

“যখন বার্সেলোনায় খেলার মতো অবস্থা আমার থাকবে না, আমি সরে যাব। এখান থেকে অবসর নেওয়ার ইচ্ছেটা অধিকাংশ খেলোয়াড়েরই থাকে।”