ইউএস ওপেনের সেমিতে নাদাল-সেরেনা

অস্ট্রেলিয়ার ডমিনিক টিমকে হারিয়ে ইউএস ওপেনের শেষ চারে পৌঁছেছেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। আর নারী এককে ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে সেমি-ফাইনালে পা রেখেছেন সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2018, 08:48 AM
Updated : 5 Sept 2018, 08:48 AM

শেষ আটে কঠিন লড়াই করে জিততে হয়েছে পুরুষ এককের শীর্ষ বাছাই নাদালকে। চার ঘন্টা ৪৯ মিনিটের লড়াইয়ে ০-৬, ৬-৪, ৭-৫, ৬-৭, ৭-৬ গেমে জেতেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। প্রতিযোগিতার চলতি আসরে এখন পর্যন্ত দীর্ঘতম ম্যাচ এটি।

শুক্রবার সেমি-ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোর মুখোমুখি হবেন ৩২ বছর বয়সী নাদাল। শেষ আটে যুক্তরাষ্ট্রের জন ইসনারকে ৬-৭, ৬-৩, ৭-৬, ৬-২ গেমে হারান ২০০৯ সালে ইউএস ওপেনের শিরোপা জয়ী দেল পোত্রো।

নারী এককের শেষ আটে অষ্টম বাছাই চেক রিপাবলিকের প্লিসকোভাকে ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে দেন সেরেনা।