টানা তিন জয়ের পর ড্র রাকিবের

গ্র্যান্ডমাস্টার্স দাবায় জয়ের ধারা ধরে রাখতে পারেননি আব্দুল্লাহ আল রাকিব। চতুর্থ রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2018, 06:08 PM
Updated : 4 Sept 2018, 06:08 PM

চার রাউন্ড পর সাড়ে ৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন রাকিব। ৩ করে পয়েন্ট সাত জনের। টাইব্রেকিং পদ্ধতিতে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দ্বিতীয় স্থানে রয়েছেন।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের অডিটোরিয়ামে মঙ্গলবার বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সঙ্গে ড্র করেন রাকিব।

চতুর্থ রাউন্ডে জয়ের দেখা পাননি তারকা খেলোয়াড়রা। গ্র্যান্ডমাস্টার জিয়া ড্র করেন ইন্টারন্যাশনাল মাস্টার বালা চান্দ্রার সঙ্গে।

ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছেন ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

এছাড়া ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক-ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, নাসির আহমেদ-মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিনও পয়েন্ট ভাগাভাগি করেন।

ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল, ভারতের মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার সাহেলী ধর বড়ুয়াকে ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান হারিয়েছেন।