মরিনিয়োর জেল-জরিমানার শাস্তি

কর ফাঁকির মামলায় জোসে মরিনিয়োকে এক বছরের স্থগিত কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ লাখ ইউরো জরিমানা করেছে স্পেনের আদালত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2018, 04:06 PM
Updated : 4 Sept 2018, 04:10 PM

মঙ্গলবার স্পেনের পত্রিকা এল মুন্দো জানায়, স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় এ শাস্তি মেনে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ।   

২০১১ ও ২০১২ সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে থাকার সময় মরিনিয়ো প্রায় ৩৩ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ স্পেনের কর কর্তৃপক্ষের। অবশ্য পর্তুগিজ এই কোচ আগে জানিয়েছিলেন, তিনি সব করই পরিশোধ করেছেন।

একই রকম অপরাধে রিয়ালের সাবেক তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে দুই বছরের স্থগিত কারাদণ্ডের পাশাপাশি ১ কোটি ৮৮ লাখ ইউরো জরিমানা করেছিল আদালত। আর বার্সেলোনার লিওনেল মেসিকে জরিমানা ও ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

তবে স্পেনে সহিংস অপরাধ না করলে প্রথম অপরাধের ক্ষেত্রে দুই বছর বা এর নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না।