মেসিকে সতর্ক করলেন রিয়াল কোচ

ক্রিস্তিয়ানো রোনালদো চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদের শক্তি কমে গেছে-এমনটা বলে লিওনেল মেসি বোকার পরিচয় দিয়েছে বলে মনে করেন হুলেন লোপেতেগি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2018, 10:51 AM
Updated : 4 Sept 2018, 12:36 PM

রিয়ালে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে গত জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে নাম লেখান পর্তুগিজ তারকা। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার দল ছাড়ার পর রিয়াল শক্তি হারিয়েছে বলে সোমবার কাতালুনিয়া রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মত প্রকাশ করেন মেসি। বার্সেলোনা তারকার এমন মন্তব্যে চটেছেন লোপেতেগি।

স্প্যানিশ কোচের দাবি, সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটির বাকি খেলোয়াড়দের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলাটা ভুল হবে।

"রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের নিয়ে আমার মনে এক মুহূর্তের জন্যও সংশয় জাগে না।"

রোনালদো রিয়াল ছাড়ার আগে তার সঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান লোপেতেগি।

"রোনালদোর সঙ্গে আমার কথা হয়নি। সেটা ছিল আমার এখানে আসার সময়। সে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিল এবং ক্লাব ব্যাপারটা সহজ করে দেয়।"

চলতি মৌসুমে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতে জিতেছে রিয়াল মাদ্রিদ।