ইউএস ওপেন থেকে ফেদেরারের বিদায়

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ার জন মিলম্যানের কাছে হেরে বিদায় নিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2018, 08:22 AM
Updated : 4 Sept 2018, 01:16 PM

সাড়ে তিন ঘন্টার লড়াইয়ের পর ফ্ল্যাশিং মিডোতে ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম জয়ের চেষ্টা থামে ৩৭ বছর বয়সী ফেদেরারের। ৩-৬, ৭-৫, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৩) গেমে ম্যাচ জেতেন মিলম্যান।

৩৩ মিনিটে প্রথম সেট জিতে ভালোই শুরু করেছিলেন ফেদেরার। দ্বিতীয় সেটে ছন্দ পতনের শুরু। তৃতীয় ও চতুর্থ সেট টাইব্রেকে গড়ালেও শেষরক্ষা হয়নি।

২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন ফেদেরার। এবারই প্রথমবারের মতো হারলেন র‌্যাঙ্কিংয়ে ৫০ এর বাইরে থাকা কোনো খেলোয়াড়ের কাছে।

কোয়ার্টার-ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। শেষ আটে পর্তুগালের জোয়াও সোজাকে ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে হারান প্রতিযোগিতাটির দুইবারের চ্যাম্পিয়ন সার্বিয়ার এই খেলোয়াড়। 

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার  মিলম্যানের মুখোমুখি হবেন ৩১ বছর বয়সী জোকোভিচ।

মেয়েদের এককে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন মারিয়া শারাপোভা। স্পেনের সুয়ারেস নাভাররোর কাছে ৬-৪, ৬-৩ গেমে হারেন পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জেতা রাশিয়ার এই খেলোয়াড়।