রোনালদোর বিদায়ে শক্তি কমেছে রিয়ালের: মেসি

ক্রিস্তিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদের শক্তি কমেছে বলে মনে করছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে পর্তুগিজ ফরোয়ার্ডকে পেয়ে ইউভেন্তুস চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিটদের তালিকায় উপরে উঠে এসেছে বলেও মত আর্জেন্টাইন তারকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2018, 07:23 AM
Updated : 4 Sept 2018, 11:05 AM

চলতি বছরের গ্রীষ্মকালীন দল-বদলে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসার পর নয় মৌসুমে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অসংখ্য শিরোপা জেতেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

চলতি মৌসুমে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করে প্রথম তিন ম্যাচে জয়ের দেখা পেয়েছে হুলেন লোপেতেগির দল। অবশ্য মেসির মতে, রোনালদোকে হারানোয় শক্তি কমেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের।

“রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্লাব এবং তাদের অসাধারণ একটা দল আছে।”

“কিন্তু এটা স্পষ্ট যে, রোনালদোর অনুপস্থিতি তাদেরকে দুর্বল করেছে এবং ইউভেন্তুসকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে পরিষ্কার ফেভারিটদের তালিকায় তুলে এনেছে।”

রোনালদো রিয়াল ছাড়ায় নিজের বিস্ময় গোপন করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।

“তার চলে যাওয়া আমাকে বিস্মিত করেছে। তার রিয়াল মাদ্রিদ ছাড়া এবং ইউভেন্তুসে যোগ দেওয়া আমার চিন্তার বাইরে ছিল।”

“অনেক দলই তাকে চাইছিল। এটা আমাকে অবাক করেছে। কিন্তু সে খুব ভালো একটা দলে যোগ দিয়েছে।”