দলের আক্রমণভাগ নিয়ে ভীষণ খুশি বার্সা কোচ

প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা সোসিয়েদাদ দেপোর্তিভা ওয়েস্কার জালে গোল উৎসব করা দলের আক্রমণভাগ নিয়ে দারুণ খুশি বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2018, 12:08 PM
Updated : 1 April 2019, 09:51 AM

রোববার ঘরের মাঠে ৮-২ ব্যবধানের জয়ে দুটি করে গোল করেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেস। একবার করে বল জালে পাঠান ইভান রাকিতিচ, উসমান দেম্বেলে ও জর্দি আলবা।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল অন্য রকম। কাম্প নউকে স্তব্ধ করে দিয়ে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ওয়েস্কা। জবাব দিতে অবশ্য সময় নেয়নি লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির আগেই তিন গোল করে দলটি। শুরুতে গোল হজমের পর দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতায় মুগ্ধ ভালভেরদে।

“আক্রমণভাগে আমরা অনেক কিছু করলাম, আমরা আটটা গোল করলাম, আমরা ভালো খেললাম এবং অনেক সুযোগ সৃষ্টি করলাম। দারুণ একটা দিন কাটল। ওয়েস্কা কঠিন প্রতিপক্ষ।”

“কুচো এরনান্দেস ও আলেহান্দ্রো গাইয়ারকে নিয়ে তারা প্রতি আক্রমণে ভালো করেছে। কিছু সময় ম্যাচটা কঠিন ছিল, তবে আমরা যথেষ্ট ধৈর্যশীল ছিলাম। আমরা তাদের ওপর চাপ ধরে রাখি। ফিরে আসার ও অনেক বেশি গোল করার মতো যথেষ্ট ভালো খেলোয়াড় আমাদের ছিল।”