লা লিগায় প্রযুক্তির ব্যবহারে খুশি নন সুয়ারেস

লা লিগায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির ব্যবহারে ঠিক খুশি হতে পারছেন না লুইস সুয়ারেস। বার্সেলোনা ফরোয়ার্ডের মতে, গোলের পর ভিএআরের ব্যবহারে আপনার উত্তেজনা ও উদযাপনের ইচ্ছা হারিয়ে যেতে পারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2018, 10:45 AM
Updated : 3 Sept 2018, 10:45 AM

প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা সোসিয়েদাদ দেপোর্তিভা হুয়েস্কার বিপক্ষে রোববার ৮-২ ব্যবধানের জয়ে দুটি করে গোল করেন সুয়ারেস ও লিওনেল মেসি। ৩৯তম মিনিটে বাঁ দিক থেকে আলবার বাড়ানো বল গোলমুখে পেয়ে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করে নিজের প্রথম গোলটি করেন সুয়ারেস। গোলটির বৈধতা পরীক্ষার জন্য ভিএআরের সহযোগিতা নেন রেফারি।

এই মৌসুমেই প্রথমবারের মতো লা লিগায় এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ম্যাচের পর সাংবাদিকদের সুয়ারেস বলেন যে, সন্দেহ থাকলে রেফারি ভিএআরের সাহায্য নিবেন। তবে তাতে উত্তেজনা ও গোল উদযাপনের ইচ্ছাটা ধরে রাখা কঠিন।

“এটা আপনার আনন্দের প্রতি একটা বড় আঘাত। আপনি ভুল করতে পারবেন না যেহেতু সবকিছু এত বেশি নিয়ন্ত্রিত।”

নিজের গোল নয়, দলের জয়ে খুশি লা লিগায় প্রথম দুই ম্যাচে জালের দেখা না পাওয়া সুয়ারেস। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।