শীর্ষ গোলদাতার পুরস্কারের লড়াইয়ে বেনজেমাকে দেখছেন রিয়াল কোচ

দারুণ ফর্মে থাকা করিম বেনজেমা এবারের লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিততে পারে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ হুলেন লোপেতেগি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 07:34 PM
Updated : 2 Sept 2018, 07:34 PM

মৌসুমের শুরুটা দারুণ কাটছে ফরাসি এই স্ট্রাইকারের। শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে লেগানেসের বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন তিনি। লা লিগায় এখন পর্যন্ত তিন ম্যাচে গোল করেছেন মোট চারটি। 

লিগে বেনজেমার গত মৌসুমটা মোটেও ভালো কাটেনি। করেছিলেন মাত্র পাঁচ গোল। তবে তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে ইউভেন্তুসে চলে যাওয়ার পর আক্রমণভাগে নিজেকে মেলে ধরেছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। 

বেনজেমার পারফরম্যান্সে ভীষণ খুশি লোপেতেগি। মৌসুমে তার মতো একজন খেলোয়াড়ের ৩০ বা এর বেশি গোল না করার কোনো কারণ দেখছেন না স্প্যানিশ এই কোচ। আর সেক্ষেত্রে সর্বোচ্চ গোলদাতা হয়ে লিগ শেষ করার দৌড়ে বেনজেমা চ্যালেঞ্জ জানাতে পারবে বলে বিশ্বাস লোপেতেগির। 

“কেন নয়? কেন সে ৩০ বা ৪০ গোল নিয়ে মৌসুম শেষ করতে পারবে না?”

“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো দল। আর গোল করা পুরো দলের কাজ।”

“বেনজেমা দারুণ একজন খেলোয়াড় এবং সবসময়ই এ রকমই ছিল। সে যেটা করছে, সেটা তার কৃতিত্ব। সে খুশি এবং দলকে সহায়তা করছে এবং তা এমনই থাকবে।”