লাল কার্ড পাওয়া নিয়ে অনুশোচনা নেই এমবাপের

নিমের বিপক্ষে ম্যাচে বহিষ্কার হওয়ার পর মাথা ঠাণ্ডা রাখার প্রয়োজন অনুভব করছেন কিলিয়ান এমবাপে। তবে প্রতিপক্ষের সাভানিয়েকে ধাক্কা দিয়ে লাল কার্ড পাওয়া নিয়ে অনুশোচনা নেই পিএসজি ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 01:57 PM
Updated : 2 Sept 2018, 01:57 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ ওয়ানের ম্যাচটিতে ৪-২ গোলের সহজ জয় পায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের তৃতীয় গোল করা এমবাপে ম্যাচের যোগ করা সময়ে লালকার্ড দেখে মাঠ ছাড়া হন।

এমবাপেকে ফাউল করেছিলেন সাভানিয়ে; মেজাজ হারিয়ে ফরাসি এই মিডফিল্ডারকে ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়। বাজে ট্যাকলের জন্য সরাসরি লালকার্ড পান সাভানিয়েও।  

লাল কার্ড পাওয়া নিয়ে সাংবাদিকদের ১৯ বছর বয়সী এমবাপে জানান, বিষয়টা আসলে পুরো ম্যাচে ঘটা অনেকগুলো ঘটনার যোগফল। তবে ফুটবলে এমনটা হতেই পারে বলে মনে করেন তিনি।

"এই ধরনের ক্লাবে যখন খেলবেন তখন এসব ভুলে যাওয়াটা আপনাকে শিখতে হবে। কারণ এমনটা সবসময় হতে পারে। ফলে প্রতি সপ্তাহান্তে আমি যদি হতাশ হই তাহলে আমাকে অনেকগুলো লাল কার্ড পেতে হবে। তাই এটা কাটিয়ে উঠতে হবে।"

"না, এটা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। এমনটা যদি আবার ঘটে, আমি এটা আবার করব।"

"আমি সমর্থক ও সবার কাছে ক্ষমা চাইব। তবে এ ধরনের আচরণ আমি সহ্য করতে পারব না।"