গোল পেতে রোনালদোকে সাহায্য করবে সতীর্থরা

সেরি আয় তিন ম্যাচ খেলে জালের দেখা না পাওয়া ক্রিস্তিয়ানো রোনালদোকে গোল পেতে সতীর্থরা সহায়তা করবে বলে জানিয়েছেন ইউভেন্তুসের মিডফিল্ডার ব্লেইস মাতুইদি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 11:10 AM
Updated : 2 Sept 2018, 11:13 AM

রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে গত জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে নাম লেখান পর্তুগিজ তারকা। তবে ইতালির সর্বোচ্চ লিগে তার শুরুটা আশানুরূপ হয়নি। প্রথম দুই ম্যাচের মতো শনিবার রাতে পার্মার মাঠে দলের ২-১ ব্যবধানের জয়েও গোল পাননি রোনালদো।

তবে সময়ের অন্যতম সেরা ফুটবলারের গোলখরা শিগগিরই কাটবে বলে বিশ্বাস ম্যাচটিতে জয়সূচক গোল করা ৩১ বছর বয়সী মাতুইদির।

"সে বড় মাপের একজন খেলোয়াড় এবং শেষ পর্যন্ত সে গোল করবেই। এই দলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ।"

"এই সন্ধ্যায় সে দুর্ভাগা ছিল। তবে আমরা তাকে সহযোগিতা করব এবং তার হাতে অনেক সময় আছে।"

"গোল করতে না পারা নিয়ে সে কিছুটা বিরক্ত ছিল। তবে গোল আসবে।"

রোনালদোর গোলখরা নিয়ে ইউভেন্তুসের হয়ে ৫০তম ম্যাচ খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার দগলাস কস্তা বলেন, "ক্রিস্তিয়ানো নতুন একটা লিগে খেলছে। স্বাভাবিকভাবে সে গোল চায়। তবে সে এটাও জানে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটা পয়েন্ট।"