ইতালি দলে ফিরলেন কিয়েল্লিনি

এ বছর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জর্জো কিয়েল্লিনি। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে নিয়ে এ মাসে হতে যাওয়া উয়েফা নেশনস লিগে পোল্যান্ড ও পর্তুগালের বিপক্ষে দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইতালি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 10:25 AM
Updated : 2 Sept 2018, 10:25 AM

গত বছর নভেম্বরে বিশ্বকাপ প্লে-অফে সুইডেনের বিপক্ষে হারের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন ইউভেন্তুসের এই ডিফেন্ডার।

কোচ রবের্তো মানচিনির ৩১ সদস্যের দলের আক্রমণভাগে আছেন মারিও বালোতেল্লি। ফলে ২০১৪ বিশ্বকাপের পর আবারও দেশের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যেতে পারে ফরাসি ক্লাব নিসের এই স্ট্রাইকারকে।

আগামী ৭ সেপ্টেম্বর বোলোনিয়ায় পোল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। এর তিন দিন পর লিসবনে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইতালি দল: আলেস্সিও ক্রানিও (কাইয়ারি), জানলুইজি দোন্নারুম্মা (এসি মিলান), মাত্তিয়া পেরিন (ইউভেন্তুস), সালভাতোরে সিরিগু (তোরিনো), ক্রিস্তিয়ানো বিরাগি (ফিওরেন্তিনা), লিওনার্দো বোনুচ্চি (ইউভেন্তুস), মাত্তিয়া কালদারা (এসি মিলান), জর্জো কিয়েল্লিনি (ইউভেন্তুস), দোমেনিকো ক্রিশশিতো (জেনোয়া), এমেরসন পালমিয়েরি (চেলসি), মানুয়েল লাস্সারি (স্পাল), আলেস্সিও রোমানিওলি (এসি মিলান), দানিয়েলে রুগানি (ইউভেন্তুস), দাভিদে জাপ্পাকস্তা (চেলসি), নিকোলো বারেল্লা (কাইয়ারি), মার্কো বেনাস্সি (ফিওরেন্তিনা), ব্রায়ান ক্রিসতান্তে (রোমা), রবের্তো গাললিয়ারদিনি (ইন্টার মিলান), জর্জিনিয়ো (চেলসি), লরেন্সো পেল্লেগ্রিনি (রোমা), নিকোলো জানিওলো (রোমা), মারিও বালোতেল্লি (নিস), আন্দ্রেয়া বেলোত্তি (তোরিনো), দোমেনিকো বেরার্দি (সাস্সুয়োলো), ফেদেরিকো বের্নারদেস্কি (ইউভেন্তুস), জাকোমো বোনাভেনতুরা (এসি মিলান), ফেদেরিকো কিয়েজা (ফিওরেন্তিনা), চিরো ইম্মোবিলে (লাৎসিও),লরেন্তসো ইনসিনিয়ে (নাপোলি), পিয়েত্রো পেল্লেগ্রি (মোনাকো), সিমোনে জাজা (তোরিনো)