পার্মার মাঠে ইউভেন্তুসের কষ্টের জয়

সেরি আয় ক্রিস্তিয়ানো রোনালদোর গোলের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। তবে ইউভেন্তুসের জয়ের ধারায় ছেদ পড়েনি। পার্মাকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2018, 08:24 PM
Updated : 1 Sept 2018, 08:54 PM

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হওয়া ইতালিয়ান লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে টানা সাতবারের চ্যাম্পিয়নরা।  

প্রতিপক্ষের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় ইউভেন্তুস। ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর ক্রসে হেড করেছিলেন মারিও মানজুকিচ। বল ডিফেন্ডার সিমোনের পিঠে লাগার পর ক্রোয়াট স্ট্রাইকারের পায়ে এসে পড়ে, অনায়াসে লক্ষ্যভেদ করেন তিনি।

গত সপ্তাহে লাৎসিওর বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন মানজুকিচ।

পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ করতে থাকা পার্মা অষ্টম মিনিটে সমতায় ফিরতে পারতো; কিন্তু ইতালিয়ান মিডফিল্ডার আন্তোনিও দি গাউদিও ছয় গজ বক্সের বাইরে থেকে সহজ সুযোগ নষ্ট করেন। চতুর্দশ মিনিটে স্লোভেনিয়ার মিডফিল্ডার লিও স্তুলাচের ফ্রি-কিক গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে বাধা পায়।

৩৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় পার্মা। বাঁ-দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস আরেক সতীর্থের মাথা ছুঁয়ে আসা বল গোলমুখে পেয়ে আলতো টোকায় জালে ঠেলে দেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড জার্ভিনিয়ো।

বিরতির আগে পিছিয়ে পড়তে বসেছিল ইউভেন্তুস। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফাঁকায় বল পেয়ে জার্ভিনিয়োর নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।   

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে ঠিকমতো শট নিতে পারেননি রোনালদো। প্রথমার্ধেও অনেকটা একইভাবে সুযোগ নষ্ট করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

৫৮তম মিনিটে ব্লেইস মাতুইদির চমৎকার গোলে ফের এগিয়ে যায় অতিথিরা। ডি-বক্সে মানজুকিচের ছোট পাস পেয়ে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের বুলেট শটে গোলটি করেন ফরাসি এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্তুস।

তিন ম্যাচে সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস।

দিনের প্রথম ম্যাচে বোলোনিয়ার মাঠে ৩-০ গোলে জেতা ইন্টার মিলান ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। সমান তিন ম্যাচে রোমার পয়েন্টও ৪।