এমবাপে অবিশ্বাস্য এক প্রতিভা: পিএসজি কোচ

কিলিয়ান এমবাপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন টমাস টুখেল। পিএসজি কোচের কাছে দলের তরুণ এই ফরোয়ার্ড অবিশ্বাস্য এক প্রতিভা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2018, 02:19 PM
Updated : 1 Sept 2018, 02:19 PM

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জেতায় বড় অবদান রাখা ১৯ বছর বয়সী এমবাপে লিগ ওয়ানে এরই মধ্যে পিএসজির হয়ে দুই ম্যাচে করেছেন তিন গোল। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ক্লাবটির হয়ে করেছিলেন ২১ গোল।

লিগে নিজেদের মাঠে শনিবার নিমের মুখোমুখি হওয়ার আগে রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এমবাপেকে প্রশংসায় ভাসান টুখেল।

"কিলিয়ান অবিশ্বাস্য রকম প্রতিভাবান এবং সে খুব ইতিবাচক ব্যক্তিও।"  

"কয়েক সপ্তাহ হলো আমি তাকে জেনেছি এবং এখন আমি বলতে পারি, গোল করতে এবং ম্যাচ জিততে সে খু্ব ক্ষুধার্ত। এমনকি অনুশীলনেও সে খুব লড়াকু। অন্য খেলোয়াড়দের ইতিবাচক একটা মনোভাব দেওয়া এবং তাদের খেলায় উন্নতি ঘটানোর বিশেষ দক্ষতা তার আছে।"

"এটা বর্ণনা করা সহজ নয়, তবে বিষয়টা এমনই। আর এসব বিষয়গুলো তাকে অনন্য করেছে। এটা দারুণ যে, সে আমাদের দলের হয়ে খেলছে।"

এমবাপেকে দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখেন টুখেল।

"আমি তার ভাবমূর্তি নিয়ে ভাবি না। সে যেমন মানুষ তেমনই। এখানে যে মানুষটা আছে প্রতিদিনই তার মুখে হাসি থাকে। সে আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ।"