রোনালদোকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন ফুটবলার বোল্ট

পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে প্রিয় ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোর কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2018, 12:35 PM
Updated : 1 Sept 2018, 12:35 PM

অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে শুক্রবার এক প্রীতি ম্যাচে অভিষেক হয় অলিম্পিকে আটটি সোনা জয়ী বোল্টের। সেন্ট্রাল কোস্ট সিলেক্ট একাদশের বিপক্ষে 'এ' লিগের ক্লাবটির ৬-১ গোলের জয় পাওয়া ম্যাচটিতে বদলি হিসেবে মাঠে নামেন জ্যামাইকার এই খেলোয়াড়। ৩২ বছর বয়সী বোল্টকে দেখতে গসফোর্ডের সেন্ট্রাল কোস্ট স্টেডিয়ামে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়।  

এর আগে বুন্ডেসলিগার দল বরুসিয়া ডর্টমুন্ড, দক্ষিণ আফ্রিকার ক্লাব ম্যামেলোডি সানডাউন্স ও নরওয়ের ক্লাব স্ট্রোমসগডসেটের হয়ে অনুশীলন করা বোল্টের ভাবনা এখন ফুটবলে প্রতিষ্ঠিত হওয়া।

"আমি ক্রিস্তিয়ানো রোনালদোর অনেক বড় ভক্ত। কেন? তার পরিশ্রমের কারণে। সেরা হতে কি দরকার সেটা সে জানে।"

"আমি লিওনেল মেসির মতো প্রতিভাবান ফুটবলার নই। ছোটবেলা থেকে সে খেলা শুরু করেছিল। সে সত্যিই প্রতিভাবান।"

"সেরা হতে ক্রিস্তিয়ানো পরিশ্রম করেছে। আর এটাই আমি অনুসরণ করতে চাই। সেরা হতে আমাকে কাজ করতে হবে, সেটাতেই আমার নজর।”