পর্তুগাল দলে নেই রোনালদো

রাশিয়া বিশ্বকাপের পর পর্তুগালের ঘোষিত প্রথম দলে নেই সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2018, 04:39 PM
Updated : 31 August 2018, 04:39 PM

নিয়মিত অধিনায়ককে ছাড়াই ১০ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির মুখোমুখি হবে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। গত মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে পাড়ি জমানো রোনালদো যে দলে থাকবেন না তা আগে থেকেই প্রত্যাশিত ছিল।

অনেকের ধারণা ছিল, রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো। কিন্তু এখনও এ ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর কোচ ফের্নান্দো সান্তোস আশাবাদ জানিয়েছিলেন, রোনালদো জাতীয় দলের সঙ্গেই থাকবেন।

প্রথমবারের মতো পর্তুগাল দলে ডাক পেয়েছেন জেদসন ফের্নানদেস, সের্জো অলিভেইরা, ক্লাওদিও রামোস ও পেদ্রো মেনেদেস।

পর্তুগাল দল:

গোলরক্ষক: বেতো (গসতেপে), ক্লাওদিও রামোস (তনদেলা), রুই পাত্রিসিও (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স)

ডিফেন্ডার: জোয়াও কানসেলো (ইউভেন্তুস), রুবেন দিয়াস (বেনফিকা), রাফায়েল গেরেইরো (বরুসিয়া ডর্টমুন্ড), পেদ্রো মেনেদেস (মোঁপেলিয়ে), লুইস নেতো (জেনিত), পেপে (বেসিকতাস), মারিও রুই (নাপোলি), সেদ্রিক সোয়ারেস (সাউথ্যাম্পটন)

মিডফিল্ডার: উইলিয়াম কারভালিয়ো (রিয়াল বেতিস), ব্রুনো ফের্নান্দেস (স্পোর্তিং সিপি), জেদসন ফের্নানদেস (বেনফিকা), রুবেন নেভেস (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), সের্জো অলিভেইরা (পোর্তো), পিৎসি (বেনফিকা), রেনাতো সানচেস (বায়ার্ন মিউনিখ)

ফরোয়ার্ড: ব্রুমা (লাইপজিগ), গনসালো গেদেস (ভালেন্সিয়া), রনি লোপেস (মোনাকো), জেলসন মার্তিনস (আতলেতিকো মাদ্রিদ), আন্দ্রে সিলভা (সেভিয়া), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি)