এনরিকের স্পেন দলে ফিরলেন মোরাতা

চেলসির ফরোয়ার্ড আলভারো মোরাতাসহ বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া ১১ জনকে উয়েফা নেশনস লিগের প্রথম দুই ম্যাচের ২৪ সদস্যের স্পেন দলে ডেকেছেন নতুন কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2018, 02:21 PM
Updated : 31 August 2018, 02:21 PM

বিশ্বকাপের ২৩ সদস্যের দলের মাত্র ১৩ জন তাদের জায়গা ধরে রেখেছেন। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ায় বিবেচনায় ছিলেন না আন্দ্রেস ইনিয়েস্তা, দাভিদ সিলভা ও জেরার্দ পিকে। বাদ পড়েছেন পেপে রেইনা, আলভারো ওদ্রিওসোলা, নাচো মনরিয়াল, জর্দি আলবা, কোকে, লুকাস ভাসকেস ও ইয়াগো আসপাস।

মোরাতা ও বার্সেলোনার সের্হিও রবের্তোকে ফেরানোর পাশাপাশি এসি মিলানের ফরোয়ার্ড সুসো ও আথলেতিক বিলবাওয়ের ইনিহো মার্তিনেসকে দলে নিয়েছেন এনরিকে। প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরিয়েছেন নাপোলির ৩৩ বছর বয়সী ডিফেন্ডার রাউল আলবিওলাকে। রেইনার পরিবর্তে তৃতীয় গোলরক্ষক হিসেবে দলে আছেন এখন পর্যন্ত স্পেনের হয়ে কোনো ম্যাচ না খেলা রিয়াল বেতিসের পাউ লোপেস।

আগামী ৮ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ১১ সেপ্টেম্বরে টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

স্পেন দল:

দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), কেপা আরিসাবালাগা (চেলসি), পাউ লোপেস (রিয়াল বেতিস), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), সেসার আসপিলিকুয়েতা (চেলসি), রাউল আলবিওলা (নাপোলি), দিয়েগো লরেন্তে (রিয়াল সোসিয়েদাদ), নাচো ফের্নান্দেস (রিয়াল মাদ্রিদ), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), ইনিহো মার্তিনেস (আথলেতিক বিলবাও), মার্কোস আলোনসো (চেলসি), হোসে লুইস গায়া (ভ্যালেন্সিয়া), সের্হিও বুসকেতস (বার্সেলোনা), সের্হি রবের্তো (বার্সেলোনা), রদ্রিগো (আতলেতিকো মাদ্রিদ), সাউল নিগেস (আতলেতিকো মাদ্রিদ), তিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), দানি সেবাইয়োস (রিয়াল মাদ্রিদ), ইসকো (রিয়াল মাদ্রিদ), মার্কো আসেনসিও (রিয়াল মাদ্রিদ), আলভারো মোরাতা (চেলসি), দিয়েগো কস্তা (আতলেতিকো মাদ্রিদ), সুসো (এসি মিলান), রদ্রিগো মরেনো (ভ্যালেন্সিয়া)