‘উয়েফা বর্ষসেরার পুরস্কার রোনালদোর প্রাপ্য ছিল’

উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ক্রিস্তিয়ানো রোনালদোর প্রাপ্য ছিল বলে মনে করছেন ইউভেন্তুসের মহাব্যবস্থাপক বেপ্পে মারোত্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2018, 08:33 AM
Updated : 31 August 2018, 08:33 AM

বৃহস্পতিবার রোনালদো ও মোহামেদ সালাহকে পেছনে ফেলে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলার হন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ। লিওনেল মেসি ও সালাহকে টপকে মৌসুমের সেরা ফরোয়ার্ডের পুরস্কার জেতেন রোনালদো।

স্কাই স্পোর্ট ইতালিয়াকে মারোত্তা বলেন, চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে ১৫ গোল করা রোনালদোকে বর্ষসেরা ফুটবলার হওয়ার বড় দাবিদার ভেবেছিলেন তিনি। তবে মোনাকোর ওই অনুষ্ঠানে ইউভেন্তুতে যোগ দেওয়া এই ফরোয়ার্ডের উপস্থিত না থাকাটা ফলাফলে কোনো প্রভাব ফেলেছে বলে মনে করেন না তিনি।

“আজ সে যে সিদ্ধান্ত নিল, তা ব্যক্তিগত এবং আমরা একে সম্মান জানাতে চাই। আমাদের দিক থেকে, পুরস্কারের (মদ্রিচকে দেওয়ার) সিদ্ধান্ত নিয়ে আমরা খুব হতাশ।”

“একজন পরিচালক হিসেবে আমি এটাই বলি যে এই পুরস্কারটা চ্যাম্পিয়ন্স লিগের জন্য, বিশ্বকাপের জন্য নয়। আর রোনালদো এই প্রতিযোগিতায় দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছিল।... আমি রোনালদোকে ভোট দিতাম।”

“তার না আসার সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। ফলাফলে এর কোনো প্রভাব নেই।”