রিয়ালেই সুখী মদ্রিচ

ইতালির ক্লাব ইন্টার মিলানে যাবার সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যেই রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ জানিয়েছেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকতে পেরে দারুণ খুশি তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2018, 06:31 AM
Updated : 31 August 2018, 06:31 AM

বৃহস্পতিবার ক্যারিয়ারে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন মদ্রিচ। চলতি বছরের গ্রীষ্মকালীন দল বদলের শেষ সময়ে তার ইন্টারে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে।

তবে ক্রোয়েশিয়ার অধিনায়ক মদ্রিচ বলছেন, আর কোনো ক্লাবেই রিয়ালের মতো সুখী হবেন না তিনি। সাবেক ক্লাব সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের পর সাংবাদিকদের বলেন, “আমি বিশ্বের সেরা ক্লাবে আছি। আমি এখানে থাকতে চাই।”

“এখানে থাকতে পেরে আমি শুধু খুশি না, দারুণ খুশি। গত ছয় বছরের মতো ভালো কিছু করতে আমি কাজ চালিয়ে যেতে চাই।”

রাশিয়া বিশ্বকাপে দলকে ফাইনালে তোলায় বড় অবদান রেখে জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। চলতি বছরকে তাই ক্যারিয়ারের সেরা সময় মানছেন ৩২ বছর বয়সী মদ্রিচ।

“যতটা বেশি অর্জন করা সম্ভব আমি তার জন্য কাজ করছি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি এখানে আছি। দলগত ও ব্যক্তিগতভাবে এটা আমার ক্যারিয়ারের সেরা বছর। তাই আমি সত্যি উপভোগ করছি। আমাদের কাজ করাটা চালিয়ে যেতেই হবে।”