মারিয়ানো দিয়াসকে ফেরাল রিয়াল

ক্রিস্তিয়ানো রোনালদোকে বিক্রির পর আক্রমণভাগের শক্তি বাড়াতে প্রথম গুরুত্বপূর্ণ চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। লিওঁ থেকে ফিরিয়ে এনেছে স্প্যানিশ ফরোয়ার্ড মারিয়ানো দিয়াসকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2018, 08:43 AM
Updated : 30 August 2018, 08:43 AM

এক বছর আগে ৮০ লাখ ইউরোতে মাদ্রিদ ছেড়ে লিওঁতে যোগ দেন দিয়াস। পাঁচ বছরের চুক্তিতে তাকে সান্তিয়াগো বের্নাবেউয়ে ফেরাতে ৩ কোটি ৬০লাখ ইউরো খরচ করতে হচ্ছে রিয়ালকে।

লিগ ওয়ানে প্রথম মৌসুমটা খারাপ কাটেনি দিয়াসের। ২০১৭-১৮ মৌসুমে লিওঁর হয়ে করেন ১৮ গোল। চলতি মৌসুমে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে টানতে আগ্রহী ছিল আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়াও।