জার্মানি দল থেকে বাদ খেদিরা, ফিরলেন সানে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2018 09:10 PM BdST Updated: 29 Aug 2018 09:26 PM BdST
ফ্রান্সের বিপক্ষে উয়েফা নেশনস লিগে জার্মানির প্রথম ম্যাচের দলে জায়গা পাননি ইউভেন্তুসের মিডফিল্ডার সামি খেদিরা। দলে ফিরেছেন বিশ্বকাপে না থাকা ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার লেরন সানে।
বিশ্বকাপের দল থেকে বাদ পড়াদের মধ্যে বড় নাম খেদিরা। এছাড়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় নেই মেসুত ওজিল। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন টিলো কেরার, কাই হাভার্টস ও নিকো শুলজ।
সানে ছাড়াও ইওয়াখিম লুভের দলে ফিরেছেন বিশ্বকাপে সুযোগ না পাওয়া জোনাথান টাহ ও ফ্রেইবুর্গের স্ট্রাইকার নিলস পিটারজেন।
আগামী ৬ সেপ্টেম্বর ফ্রান্সের বিপক্ষে উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলবে জার্মানি। তিনদিন পর একটি প্রীতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে তারা।
জার্মানি দল:
মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা), জেরোম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), মাথিয়াস গিন্টার (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), ইয়োনাস হেক্টর (কোলন), মাটস হুমেলস (বায়ার্ন মিউনিখ), টিলো কেরার (পিএসজি), ইয়োশুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ), আন্টোনিও রুডিগার (চেলসি), নিকো শুলজ (হফেনহাইম), জোনাথান টাহ (বায়ার লেভারকুজেন), নিকলাস জুলে (বায়ার্ন মিউনিখ) ইউলিয়ান ব্রান্ডট (বায়ার লেভারকুজেন), ইউলিয়ান ড্রাক্সলার (পিএসজি), লেয়ন গোরেটস্কা (বায়ার্ন মিউনিখ), ইলকাই গিনদোয়ান (ম্যানচেস্টার সিটি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), মার্কো রয়েস (বরুসিয়া ডর্টমুন্ড), লেরয় সানে (ম্যানচেস্টার সিটি), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), নিলস পিটারজেন (ফ্রাইবুর্ক), টিমো ভের্নার (লাইপজিগ), কাই হাভার্টস (বায়ার লেভারকুজেন)
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ