ব্রাজিল দলে রিশার্লিসন

চোটাক্রান্ত পেদ্রোর জায়গায় ব্রাজিল দলে ডাক পেয়েছেন এভারটনের ফরোয়ার্ড রিশার্লিসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2018, 01:46 PM
Updated : 28 August 2018, 01:46 PM

ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে রিশার্লিসনকে দলে টানার খবর জানায়।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এভারটনের হয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে রিশার্লিসনের শুরুটা ছিল দারুণ। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স ও সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ দুটিতে করেন তিন গোল। তবে শনিবার বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলের ড্রয়ের ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে মাথা দিয়ে গুঁতো মারলে লাল কার্ড দেখেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

রিশার্লিসনের পারফরম্যান্স নজর কেড়েছে ব্রাজিল কোচ তিতের। ২১ বছর বয়সী এই খেলোয়াড়কে ডান হাঁটুতে চোট পাওয়া ফরোয়ার্ড পেদ্রোর জায়গায় নিয়েছেন তিনি। জাতীয় দলে অভিষেকও হয়ে যেতে পারে ব্রাজিলের হয়ে অনূর্ধ্ব-২০ পর্যায়ে খেলা রিশার্লিসনের।

আগামী ৭ সেপ্টেম্বর নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ব্রাজিল। চার দিন পর ওয়াশিংটনে এল সালভাদরের মুখোমুখি হবে সেলেসাওরা।