কোর্তোয়াকে না নামানোর ব্যাখ্যায় রিয়াল কোচ

রিয়াল মাদ্রিদে অভিষেকের অপেক্ষায় আরেকটি ম্যাচ পার হলো থিবো কোর্তোয়ার। বেলজিয়ান এই গোলরক্ষককে বসিয়ে কেইলর নাভাসকে খেলানোর ব্যাখ্যায় কোচ হুলেন লোপেতেগি জানিয়েছেন, প্রতিটি ম্যাচের ওপর নির্ভর করে তিনি এ নিয়ে সিদ্ধান্ত নেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2018, 09:16 AM
Updated : 27 August 2018, 09:27 AM

এ বছরের গ্রীষ্মকালীন দল-বদলে তিন কোটি ৮৮ লাখ ইউরো ট্রান্সফার ফিয়ে চেলসি থেকে রিয়ালে যোগ দেন রাশিয়া বিশ্বকাপের সেরা গোলরক্ষক কোর্তোয়া। তবে রোববার লা লিগায় মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিরোনার বিপক্ষে কোর্তোয়া নয় নাভাসের ওপরই ভরসা রাখেন লোপেতেগি।

এর আগে উয়েফা সুপার কাপ ও লা লিগার প্রথম ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি ২৬ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক।

কোর্তোয়ার বেঞ্চে থাকা নিয়ে সাংবাদিকদের লোপেতেগি বলেন, “এই পরিস্থিতিটা বোঝা সহজ নয়। কিন্তু ব্যাখ্যা করা যথেষ্ট সহজ।”

“গোলে আমি সত্যি কিছু ভালো বিকল্প পেয়েছি। আর তাতে কোনো সমস্যা নেই। আমরা সিদ্ধান্ত নিব, যে প্রতিটি খেলার জন্য কোনটা ভালো হবে।”

“কেইলর আজ সুযোগ পেল এবং খুব ভালো করল। গোলকিপিং ডিপার্টমেন্টে এই দারুণ প্রতিযোগিতা আমাদের আরও শক্তিশালী করে। আমার মনে কিছু পরিকল্পনা আছে। কিন্তু সেগুলো আমি আলোচনা করব না।”