যেই করুক, গোল আসলেই খুশি রিয়াল কোচ

জিরোনার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর দুই পেনাল্টির সুবাদে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে কিভাবে গোলগুলো এল তা নিয়ে ভাবতে রাজি নন কোচ হুলেন লোপেতেগি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2018, 07:53 AM
Updated : 27 August 2018, 07:53 AM

রোববার জিরোনাকে তাদের মাঠে ৪-১ গোলে হারায় রিয়াল। স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর পেনাল্টি থেকে সমতা আনেন সের্হিও রামোস। বিরতির পর আরেকটি স্পট কিক থেকে রিয়ালকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। পরে ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল ও বেনজেমা আরও একটি করে গোল করলে বড় জয় পায় রিয়াল।

গত মৌসুমে জিরোনার মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছিল রিয়াল। এবারের এমন জয় রিয়ালের প্রাপ্য ছিল বলে মনে করেন লোপেতেগি।

“ম্যাচগুলো জটিল এবং জিরোনার মতো ভালো দলের বিপক্ষে বেশিই।”

“তারা একটা গোল করেছিল এবং তারপর তাদের সুযোগ ছিল দ্বিতীয় গোল করার। কিন্তু এরপর পেনাল্টি দুটো এল, আমরা তাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিলাম। আর দ্বিতীয়ার্ধে পরিষ্কারভাবেই জয় আমাদের প্রাপ্য ছিল।”

দলে ধারাবাহিকভাবে ভালো করা বেলের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে লোপেতেগি বলেন, “দলই গুরুত্বপূর্ণ।”

“যখন এটা কাজ করে, তখন গোল এসেছে গ্যারেথ, করিম বা সের্হিওর মাধ্যমে। গোল আসাটা গুরুত্বপূর্ণ বিষয়, কে গোল পাচ্ছে সেটা নয়।”