পিএসজিতে ‘নাম্বার টেন’ হিসেবে খেলতে পারেন নেইমার

পিএসজিতে নেইমারকে ‘নাম্বার টেন’ ধারাবাহিকভাবে খেলানোর ইঙ্গিত দিয়েছেন দলটির নতুন কোচ টমাস টুখেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2018, 12:50 PM
Updated : 26 August 2018, 12:50 PM

শনিবার অঁজির বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ৩-৪-১-২ ফরমেশনে দলকে খেলান টুখেল। নেইমার, এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপের গোলে ৩-১ ব্যবধানে জয় পায় পিএসজি।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেদিন খেলেন এমবাপে ও দলে ফেরা কাভানির পেছনে প্লেমেকারের ভূমিকায়। টুখেল জানান, দলের ফরমেশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাবেন তিনি। তবে নেইমারকে আক্রমণের বাঁ দিকের চেয়ে নাম্বার টেন হিসেবে খেলানোর সম্ভাবনা বেশি।

“এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ যে নেইমার অন্য তিন মূল খেলোয়াড় আনহেল দি মারিয়া, এমবাপে ও কাভানির সঙ্গে মাঠে আছে।”

“আমি সব খেলোয়াড়ের জন্য একটা করে পজিশন খুঁজে পেতে চাই। সে নাম্বার টেন হিসেবে ভালো করছে। আমরা হয়তো এভাবে চালিয়ে যাব।”

“এভাবে খেলাটা আমার ইচ্ছে ছিল। কয়েক সপ্তাহের জন্য আমার এই পরিকল্পনা থাকছে। অঁজির বিপক্ষে এটা পরীক্ষা করে দেখার সুযোগটা ছিল।”