নেইমার-এমবাপে-কাভানির গোলে পিএসজির জয়

ধারাবাহিকভাবে গোল করে চলেছেন নেইমার ও কিলিয়ান এমবাপে। জালের দেখা পেয়েছেন চোট কাটিয়ে ফেরা এদিনসন কাভানিও। অঁজির বিপক্ষে পিএসজিও পেয়েছে প্রত্যাশিত জয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2018, 04:55 PM
Updated : 26 August 2018, 06:23 AM

ঘরের মাঠে শনিবার লিগ ওয়ানের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

মৌসুমে প্রথমবারের মতো খেলতে নেমে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন এদিনসন কাভানি। দ্বাদশ মিনিটে ডান দিক থেকে নেইমারের ক্রস প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়ে অনায়াসে গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার।

দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারতেন কাভানি; কিন্তু বাঁ-দিক থেকে নেইমারের ক্রসে তার হেড ক্রসবারে বাধা পায়।

২১তম মিনিটে পেনাল্টি থেকে ফরাসি মিডফিল্ডার তোমা মানগানির গোলে সমতায় ফেরে অঁজি।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দারুণ এক গোলে দলকে ফের এগিয়ে নেন এমবাপে। বাঁ-দিক থেকে আনহেল দি মারিয়ার ক্রস ডান পায়ের কোনাকুনি ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের এই স্ট্রাইকার।

গত সপ্তাহে গ্যাঁগোঁর বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন রাশিয়ায় চার গোল করা এমবাপে।

৬৬তম মিনিটে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন নেইমার। স্বদেশি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিওর সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি-বক্সের মাঝ বরাবর পাস দেন এমবাপে। আর সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেও একটি গোল করেছিলেন তিনি।

তিন ম্যাচের সবকটিতে জেতা পিএসজি ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।