উলভারহ্যাম্পটনের মাঠে সিটির হোঁচট

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা দুই জয়ের পর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2018, 01:34 PM
Updated : 25 August 2018, 01:52 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। 

চেলসিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে মৌসুম শুরু করা সিটি লিগে প্রথম ম্যাচে আর্সেনালের মাঠে ২-০ গোলে জিতেছিল। আর গত সপ্তাহে ঘরের মাঠে হাডার্সফিল্ড টাউনকে ৬-১ গোলে হারায় পেপ গুয়ার্দিওলার দল। 

ম্যাচের প্রথমার্ধে পরপর দুই মিনিটে দারুণ দুটি সুযোগ পায় সিটি; কিন্তু গোলের দেখা মেলেনি। ২১তম মিনিটে সের্হিও আগুয়েরোর নিচু শট পোস্টে লাগার পর রাহিম স্টার্লিংয়ের দুর্দান্ত শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক রুই পাত্রিসিও।

৫৭তম মিনিটে সিটিকে স্তব্ধ করে এগিয়ে যায় স্বাগতিকরা। জোয়াও মৌতিনিয়োর দূরের পোস্টে বাড়ানো ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি উইলি বলি, তার বাহুতে লেগে বল জালে ঢোকে।

৬৯তম মিনিটে সমতা ফেরান এমেরিক লাপোর্ত। ডান দিক থেকে জার্মান মিডফিল্ডার ইলকাই গিনদোয়ানের ফ্রি-কিকে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি এই ডিফেন্ডার।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৭।