মেসির জার্সি পোড়াতে বলে নিষিদ্ধ ফিলিস্তিন ফুটবল প্রধান

মেসির ছবি ও জার্সি পোড়ানোর ডাক দেওয়ায় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজৌবকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই সঙ্গে ২০ হাজার সুইস ফ্রা জরিমানাও করা হয়েছে তাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2018, 10:00 AM
Updated : 25 August 2018, 10:00 AM

নিষেধাজ্ঞার জন্য আগামী এক বছর কোনো ধরনের ফুটবল ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না এই কর্মকর্তা।

বিশ্বকাপের আগে চলতি বছরের জুনে জেরুজালেমে ইসরায়েলের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। পরে ম্যাচটি বাতিল করা হয়।

মেসির ম্যাচটি খেলার সম্ভাবনা থাকায় রাজৌব বলেছিলেন, সমর্থকদের আর্জেন্টিনা অধিনায়কের ছবি ও জার্সি পোড়ানো উচিত।

তবে ম্যাচ বাতিলের পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও তার সহ-খেলোয়াড়দের ধন্যবাদ জানায় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।

অন্যদিকে ম্যাচটি বাতিল হওয়ায় রাজৌবকে দায়ী করেছিল ইসরায়েলের ফুটবল অ্যাসোসিয়েশন।

রাজৌবকে শাস্তি দেওয়ার সিদ্ধান্তকে অনৈতিক ও অদ্ভুত বলেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। এ নিয়ে আইনি লড়াই চালানোর কথা জানিয়েছে সংস্থাটি।