এশিয়ান গেমস ফুটবলে শেষ ষোলোয় বাংলাদেশের হার

এশিয়ান গেমস ফুটবলের শেষ ষোলোয় উত্তর কোরিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2018, 03:10 PM
Updated : 24 August 2018, 04:29 PM

শুক্রবার বেকাসিতে বিরতির আগেই দুই গোল হজম করে জেমি ডের দল। ত্রয়োদশ মিনিটে সুশান্ত ত্রিপুরা হাত দিয়ে বল বিপদমুক্ত করতে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে এগিয়ে যাওয়া উত্তর কোরিয়া ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয়। বিরতির পর ব্যবধান ৩-০ হয়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে একটি ক্রস কোরিয়ান গোলরক্ষক ঠিকমতো বিপদমুক্ত করতে না পারলে জটলায় বল পেয়ে যান সাদ উদ্দিন। ভলিতে জালে জড়িয়ে দলকে এনে দেন সান্ত্বনার গোল।

গ্রুপ পর্বে থাইল্যান্ডের সঙ্গে ড্র করে ও কাতারকে হারিয়ে এবারই প্রথম প্রতিযোগিতার নকআউট পর্বে পা রেখেছিল বাংলাদেশ।

এর আগে হকিতে পুল ‘বি’তে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৭-০ গোলে হারে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল ওমান ও কাজাখস্তানকে।

জার্কাতা-পালেমবাংয়ে প্রতিযোগিতার ষষ্ঠ দিনে আর্চারির রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হেরেছে বাংলাদেশ। শেষ ষোলোয় ৫-৪ পয়েন্টে কাজাখস্তানকে হারানো রোমান সানা- নাসরিন আক্তার জুটি কোয়ার্টার-ফাইনালে জাপানের জুটির কাছে হারেন ৫-১ ব্যবধানে।

কম্পাউন্ডের মিশ্র দলগত ইভেন্টে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ফিলিপিন্সের জুটির কাছে ১৫৪-১৪৯ ব্যবধানে হারেন বাংলাদেশের অসীম কুমার-রোকসানা আক্তার জুটি।

পন্দক ইন্দাহ গলফ কোর্স অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুক্রবার মেয়েদের গলফের দ্বিতীয় রাউন্ডের পর সব মিলিয়ে পারের চেয়ে ২৯ শট বেশি খেলে সোনিয়া আক্তার ৩৩তম ও লিজা আক্তার ৩৬তম স্থানে আছেন। দলীয়ভাবে বাংলাদেশ আছে ত্রয়োদশ স্থানে।

ছেলেদের বিভাগে দুই রাউন্ড মিলিয়ে ১০ শট বেশি খেলে শফিক বাখা যৌথভাবে ৪৯তম, মোহাম্মদ ফরহাদ পারের চেয়ে ১৩ শট বেশি খেলে যৌথভাবে ৫৫তম, সম্রাট শিকদার ১৫ শট বেশি খেলে যৌথভাবে ৬২তম ও শাহাব উদ্দিন ১৭ শট বেশি খেলে যৌথভাবে ৬৮ স্থানে আছেন। দলীয়ভাবে বাংলাদেশ আছে চতুর্দশ স্থানে আছে।

জেবিকে অ্যাকুয়াটিক সেন্টারে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলের ১ নম্বর হিটে ৩১ দশমিক ৯৬ সেকেন্ড সময় নিয়ে খাদিজা আক্তার আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম হন। সব মিলিয়ে হিটের ৩১ প্রতিযোগীর মধ্যে ২৮তম হন তিনি।

গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (৭৭ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১০১ কেজি) মিলিয়ে ১৭৮ কেজি তুলে ছয় প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ হন।

নিজের সেরাটা ছাপিয়ে যেতে পারেননি মাবিয়া। গত এপ্রিলে গোল্ড কোস্টের কমনওয়েথ গেমসে স্ন্যাচ (৭৮ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১০২ কেজি) মিলিয়ে ১৮০ কেজি তুলেছিলেন তিনি।